হোম ফিচার এসএসসির ফল : পাবনা ক্যাডেট কলেজের সবাই গোল্ডেন ‍জিপিএ-৫

শিক্ষা ডেস্ক :

পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৫৫ জন অংশগ্রহণকারীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সঙ্গে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গোল্ডেন এ প্লাস পাওয়া কয়েকজন শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা খুবই আন্তরিক ও ভালো মনের মানুষ। হাতে-কলমে খুব দক্ষতার সঙ্গে আমাদের ক্লাস নিয়েছেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। আমরাও শিক্ষকদের দেয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। পাশাপাশি আমাদের অভিভাবকরা সবসময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন। ফলে আজকের এ অর্জন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ অভূতপূর্ব সাফল্য সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোনো কমতি নেই। সাফল্যমণ্ডিত ফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামনা করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন