কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় পরিবেশ ও সড়ক পরিবহন অধিদপ্তরের অভিযানে ১২টি মামলা সহ প্রায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানটি পরিচালনা করা হয় যশোর- সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এরাকায়।
জানা গেছে, সোমবার(২৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে অভিযানকালে পরিবেশ দূষণ ও শব্দ দুষণকারী বাস-ট্রাক থেকে হর্ণ বিচ্ছিন্নের পর ১২ টি মামলা দায়ের ও বিভিন্ন অপরাধে পরিবেশ আইনে কয়েকজনকে ৯ হাজার ৭ শত টাকার জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। এ সময় সার্বিক সহায়তা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বেঞ্চ সহকারি হিসাবে দায়িত্ব পালন করেন আঃ মান্নান। পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
