কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে ভিজিডি চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১১জুন) সকালে পরিষদ চত্ত্বরে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম। পরিষদ সূত্রে জানা যায়,করোনা ভাইরাসের প্রার্দুভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক তালিকাভূক্ত ১১৫ জন দুস্থ-অসহায় পরিবারের মাঝে পরিবার প্রতি সরকারি বরাদ্ধকৃত ৩০ কেজি করে ভিজিডি চাউল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য,সদস্যা,ইউপি সচিব ও গ্রাম পুলিশসহ এলাকাবাসি।