হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদা আক্তার বানু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমারেশ রায় চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিলন কুমার ব্যানাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, যুগম্ সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক দাউদ হায়দার বাবু।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। সাংগঠনিক রির্পোট পেশ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে শেখ মনিরুল ইসলাম মনিকে সভাপতি ও সুমন মল্লিককে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন