ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়ী ইউনিয়নের সাউদপুর এলাকায় ঘটে যাওয়া অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থদের শান্তনা ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির। শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল আনুমানিক সাড়ে চার ঘটিকায় রাজাপুর উপজেলার সাউদপুর এলাকায় সাবেক ইউপি সদস্য মো ঃ তরিকুল ইসলাম তারেকের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মো. কবির হাওলাদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তার পাসের আতিকুর রহমান ফারুখ, মৃত আলম, মো. টিপু, মৃত নুর মোহাম্মদ, পুলিশের সাবেক আর আই মৃত শাহজাহান এর ঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সবাই এসে নিভানোর চেষ্টা করলেও মুহুর্তেই আগুন একটি টিনসেট বিল্ডিং সহ ৫ টি ঘরে ছড়িয়ে যায়। পরে রাজাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তাতে বাড়ির অন্য ঘরগুলো নিরাপদ থাকলেও ৫ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা জানায়, অগ্নিকান্ডে আমাদের বসবাসের ঘর,নগদ টাকা, জমির দলিল, প্রয়োজনীয় কাজগপত্র, আসবাবপত্র সহ সব কিছু হাড়িয়ে পথে বসে গেলাম।
অগ্নিকান্ডের খবর পেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনির অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তার সাথে মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ জালাল হাওলাদার , উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম তারেক সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ,ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
