হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সন্ধ্যায় কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিলন কুমার ব্যানাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, সৈয়দ আলতাফ হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হিটলার গোলদার, প্রচার ও প্রকশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। সাংগঠনিক রির্পোট পেশ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সরদার আমিনুর রশিদ মুক্তিকে সভাপতি ও মো. জাহাঙ্গির হোসেনকে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন