হোম অর্থ ও বাণিজ্য রাশিয়ার গ্যাসের বিকল্প ‘খুঁজে পেয়েছে’ ইউরোপ

বাণিজ্য ডেস্ক :

রাশিয়ার গ্যাসের বিকল্প ‍খুঁজে পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিকল্প হিসেবে জোটটি তার অন্যান্য সরবরাহকারীদের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পাইপলাইন গ্যাস আমদানি করছে। এমনটাই দাবি করছেন ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি কমিশনার কাদরি সিমসন।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ নভেম্বর) ইউরোপিয়ান পার্লামেন্টের একটি প্যালেনারি অধিবেশনে জোটটির জ্বালানি কমিশনার এ দাবি করেন।

তিনি বলেন, ইইউ রাশিয়ার গ্যাসের সম্পূর্ণ বিকল্প খুঁজে পেয়েছে। রাশিয়ার গ্যাসের পরিবর্তে অন্যান্য বিকল্প নির্ভরযোগ্য সরবরাহকারীদের কাছ থেকে এলএনজি ও পাইপলাইন গ্যাস আমদানি করা হচ্ছে।

এদিকে চলমান মূল্যস্ফীতির বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ায় ইউরোপের ভোক্তারা ভোগান্তিতে পরেছেন। তাদের এ আকাশছোঁয়া খরচ থেকে কিছুটা হলেও প্রশান্তি দিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জোটটির গ্যাস মূল্যে ক্যাপ প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

অধিবেশন শেষে এক টুইট বার্তায় সিমসন বলেন, বৈচিত্রকরণ, চাহিদা কমে আসা, একটি সাধারণ স্টোরেজ নীতি এবং আমাদের নেয়া পদক্ষেপগুলো প্রতিফলিত হচ্ছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে।

এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানান, রাশিয়ার পাইপলাইন গ্যাসের বিকল্প হিসেবে জোটটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা বাড়িয়ে দিয়েছে।

ইউরোপীয় কমিশনের তথ্য বলছে, জানুয়ারি থেকে আগস্টে এলএনজিসহ মোট গ্যাস আমদানি ৩৯ বিলিয়ন ঘনমিটার (বিএসএম) কমেছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি সরবরাহ বার্ষিক প্রায় ৮০ শতাংশ বেড়েছে।

যেখানে গত বছর ইউরোপীয় ইউনিয়ন তাদের মোট গ্যাস আমদানির প্রায় ৪৫ শতাংশই রাশিয়া থেকে নিয়েছিল।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য মতে, গত বছর জোটটিতে ১৫৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করেছে মস্কো। যেখানে তা এই বছর কমে এক তৃতীয়াংশের থেকেও কিছুটা কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই বছর সব মিলিয়ে রাশিয়া থেকে প্রায় ৬০ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করবে ইইউ।

তবে এই মাসেই গবেষণা সংস্থা কেপলারের বিশ্লেষকরা ইউরোপে জ্বালানটির দাম আরও বেড়ে যাওয়ার বিষয়ে সর্তক করেছেন। তারা বলছেন, রাশিয়ার পাইপলাইনের গ্যাসের জায়গায় এলএনজি একটি ব্যয়বহুল বিকল্প। পাইপলাইন গ্যাস সাধারণত একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ করা হয়। কিন্তু এলএনজি প্রায়শই স্পট মার্কেটে কেনা হয়। যার দাম অনেক গুণ বেশি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন