জাতীয় ডেস্ক :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপরাধ) বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, যে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়া হয়েছে, তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত ঝুঁকি থেকেই যাচ্ছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকের প্রশ্নের জবাবে বিপ্লব বিজয় তালুকদার একথা বলেন।
ডিএমপির এ যুগ্ম কমিশনার বলেন, ঝুঁকি এড়াতে সারা দেশের পুলিশ ইউনিটগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। সীমান্তে যারা দায়িত্ব পালন করছেন, তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
বিপ্লব বিজয় তালুকদার বলেন, যে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়া হয়েছে, তাদের ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে।
দুর্ধর্ষ আসামিদের ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি এড়াতে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা চলছে।
এর আগে গত ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে করে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা। তারা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।
ছিনিয়ে নেয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া আরও কয়েকটি হত্যা মামলার আসামি তারা।
