হোম জাতীয় নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া হত্যার প্রতিবাদ, দেশব্যাপী দমনপীড়ন, গণগ্রেফতার ও নেতকর্মীদের বাড়িতে তল্লাশির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

এর আগে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান।

বক্তারা ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। একইসঙ্গে সরকার প্রতনের আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন