হোম জাতীয় পঞ্চগড় পৌরসভার অধিকাংশ সড়ক চলার অনুপযোগী

জাতীয় ডেস্ক :

রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে পঞ্চগড় পৌরসভার অধিকাংশ সড়ক এখন স্বাভাবিকভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে এসব সড়কে রিকশাওয়ালারাও যেতে রাজি হন না। এছাড়া সড়কের পাশে থাকা ড্রেনেজ ব্যবস্থারও একই দশা।

স্থানীয়রা বলছেন, বছর ঘুরে পৌর করসহ অন্যান্য উৎস কর যথাসময়ে পরিশোধ করলেও তারা ন্যূনতম নাগরিক সুবিধায় পাচ্ছেন না।

জানা যায়, সাধারণ মানুষের জীবনমান উন্নত ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮৫ সালে ৩০ জুন পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ ও ধাক্কামারা ইউনিয়ন পরিষদের কিছু অংশ নিয়ে পঞ্চগড় পৌরসভা গঠিত হয়। পরবর্তীতে পৌরসভার আয়তন ও বার্ষিক আয় সন্তোষজনক হওয়ায় ২০০৫ সালে পৌরসভাটিকে প্রথম শ্রেণির পৌরসভার স্বীকৃতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু প্রথম শ্রেণির এ পৌরসভায় ন্যূনতম নাগরিক সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা।

তারা বলছেন, খানা খন্দ আর ভাঙ্গা সড়ক, বেহাল ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতির স্বল্পতা, ডাস্টবিন, মশা মাছির উপদ্রব, ময়লা দুর্গন্ধ পৌরবাসীকে নীরবে সহ্য করতে হচ্ছে। নির্বাচনের সময় এলাকার উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ঘটছে এর বিপরীত চিত্র।

পৌর এলাকার খালপাড়া মহল্লার আবুল ও কামাতপাড়া এলাকার মানিক সময় সংবাদকে জানান, নিয়মিত পৌর করসহ অন্যান্য সকল উৎস কর যথা সময়ে পরিশোধ করেও কোনো নাগরিক সুবিধা পাচ্ছেন না। দ্রুত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের দারি জানান তিনি।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আফরোজা ও রিনা সময় সংবাদকে জানান, স্কুল কলেজের পথে ঢাকনাবিহীন ড্রেনেজ থাকার কারণে চলাচল করতে খুব সমস্যা হয়। রাস্তায় নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা খালেক নামের এক রিকশাচালক সময় সংবাদকে বলছেন, প্রতিটি পাড়া মহল্লার রাস্তা ভাঙা থাকায় গাড়ি নিয়ে চলাচল করতে খুব সমস্যা হয়।

পঞ্চগড় জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার সময় সংবাদকে বলেন, পঞ্চগড় পৌরসভা প্রতি বছর কয়েক কোটি টাকা রাজস্ব আয় করলেও পৌরসভার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, মশক নিধন কার্যক্রম ও যানজট নিরসনে উদাসীনতার পরিচয় দিচ্ছে পৌর কর্তৃপক্ষ।

পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন সময় সংবাদকে বলেন, আগামী এক মাস থেকে তিন মাসের মধ্যেই পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তা-ড্রেনেজ সংস্কার করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন