তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ কৃষকলীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সদ্যগঠিত সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দদের বিরুদ্ধে অপপ্রচার সহ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে তালা উপজেলা কৃষকলীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসাথে তালা উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিস্কার করে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
(সোমবার) ২১ নভেম্বর বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি ও সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান জুয়েল’র যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এতথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ০৫/১১/২০১২ ইং তারিখ সাতক্ষীরা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের পর থেকে তালা উপজেলা কৃষকলীগের ব্যানারে অব্যাহত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি/সাধারন সম্পাদকের বিরুদ্ধে কটুক্তি করা হচ্ছে। যা’ সংগঠনের চরম শৃঙ্খলা পরিপন্থী।
তালা উপজেলা কৃষকলীগের এহেন দায়িত্বজ্ঞানহীন ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তালা উপজেলা কৃষকলীগের সকল কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো। পাশাপাশি তালা উপজেলা কৃষকলীগের সভাপতি/সাধারন সম্পাদক দ্বয়কে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী ১৫ দিনের মধ্যে জেলা কৃষকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত ভাবে কারন দর্শানোর জন্য বলা হলো।
