হোম অন্যান্যসারাদেশ তালায় ধর্ষনের ঘটনায় আসামি সোহাগ গ্রেফতার

তালায় ধর্ষনের ঘটনায় আসামি সোহাগ গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 293 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

তালায় হতদরিদ্র পরিবারের শিশু (১৬)কে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় আসামি সোহাগ সরদার(২৫) কে পুলিশ আটক করেছে। বুধবার রাতে তালা থানা ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে উপজেলার মহান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে আসামি সোহাগকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উলেখ্য গত (২৯ মে) শুক্রবার বেলা ১২টার দিকে তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামে কৃষি শ্রমিকের কাজ করার জন্য শিশুটির মা ও তার পিতা মাঠে যান। সেসময় অসুস্থ্য শিশুটি বাড়িতে একা ছিল। বেলা ১২টার দিকে পাশ্ববর্তী হায়দার সরদারের লম্পট ছেলে সোহাগ সরদার (২৫) ঘরে ঢুকে শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে। একপর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট সোহাগ পালিয়ে যায়।

পরবতর্তীতে শনিবার শিশুটির পরিবারের পক্ষথেকে তালা থানায় মামলা দায়ের করা হলে পুলিশের অভিযানে তাকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। তালা থানা ওসি মেহেদী রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন