হোম খুলনাবাগেরহাট অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ফকিরহাট প্রতিনিধি এম জাকির হোসেনের বড় ছেলে মো. শাহেদ শেখ (১৮) অজ্ঞান পার্টির কবলে পড়ে সব খুইয়েছে। অজ্ঞান পার্টির চেতনানাশক ওষুধের প্রভাবে সে এখানো অসুস্থ রয়েছে।

সাংবাদিক এম জাকির হোসেন জানান, তার বড় ছেলে মো. শাহেদ শেখ গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে পরিবহনযোগে ঢাকা থেকে ফকিরহাট আসছিল। যাত্রীবেশী অজ্ঞান পার্টির সিন্ডিকেটের এক সদস্য তাকে সুকৌশলে কোমল জাতীয় পানীয় পান করায়। এতে সে অচেতন হয়ে পড়েন। এই সুযোগে তার কাছে থাকা নগদ প্রায় ৯হাজার টাকা, সিমসহ একটি মূল্যবান মোবাইল ফোন ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

এরপর সে পরিবহনের লোকজনের সহযোগিতায় ফকিরহাট কাউন্টারে আসে। তখন তার একটু জ্ঞান ফিরলে অণ্যের মোবাইল ফোনে বাড়ি খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন এসে রাকে বাড়ি নিয়ে যান। তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে। এখন একটু সুস্থ আছে বলে জানান তার বাবা। তবে সিমসহ ফোনে ইমু, হটস্অ্যাপ ও ফেসবুক একাউন্ট খোলা আছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান। ইতোমধ্যে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এদিকে সিমসহ ফোন খোয়া যাওয়ায় কেউ যাতে প্রতারণার শিকার না হন সেদিকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান মো. শাহেদ শেখের পরিবার। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন