হোম আন্তর্জাতিক বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় রিজার্ভ ব্যাংক-আরবিআই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেওয়া হলো।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, একটি ই-মেইল বার্তায় রিজার্ভ ব্যাংকে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।

সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি দেওয়া ইমেলটি রুশ ভাষায় লেখা হয়েছে।

মুম্বাইয়ের পুলিশ শুক্রবার জানিয়েছে, তারা ভারতীয় রিজার্ভ ব্যাংককে বোমা হামলার হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল মেইল ঠিকানায় এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা একটি মামলা দায়ের করেছি এবং তদন্ত চলছে।

পুলিশ আরও জানিয়েছে, যে বা যারা ইমেল পাঠিয়েছে, তারা হয়তো ভিপিএন ব্যবহার করেছে। নিজেদের আসল পরিচয় ও প্রকৃত ভৌগোলিক অবস্থান লুকোনোর জন্য ভিপিএন ব্যবহার করতে পারে।

এদিকে চলতি বছর ভারতের স্কুল, রেল স্টেশন, বিমানবন্দর ও বিমান সংস্থাগুলো শত শত বার বোমা হামলার হুমকি পেয়েছে। গত সোমবারও দিল্লির কমপক্ষে ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

দেশটির বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলো এই বছরের নভেম্বর পর্যন্ত প্রায় এক হাজার হুমকি পেয়েছে, যা পুরো ২০২৩ সালের তুলনায় প্রায় দশগুণ বেশি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন