জামাল উদ্দীন :সাতক্ষীরা
সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির বর্তমান জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা যোগদানের পর থেকে চরম অবস্থাপনায় ও হেয়ালীপনায় চলছে বিদ্যুৎ ব্যাবস্থা। যেখানে প্রতিদিন রয়েছে মৃত্যুর ঝূঁকি।যোগদানের পর কারিগরি অবহেলায় ঝরে গেছে তাজা ৩ টি প্রাণ।গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সেবা নিয়ে রয়েছে চরম অসন্তোষ। এ দিকে কত ২০ মে ঘূর্নিঝড় আম্ফানের প্রভাবে সকাল থেকে বিদ্যুৎ চলে গেলেও ৮ দিনেও প্রায় ৫ লক্ষ গ্রহকের চাহিদার বিপরীতে দেড় লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সেবা দিলেও তা নামে মাত্র।২৪ ঘন্টায় ৪৮ বার বিদ্যুৎ বিচ্ছন্নের রেকর্ড আছে।পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেযারম্যানের নির্দেশ আম্ফানের পর ২ দিনের মধ্যে প্রান্তিক গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ চালু করার কথা থাকলেও সাতক্ষীরার চিত্র সম্পুর্ন ভিন্ন।সদর দপ্তর এলাকার ৩ কিলোমিটারেরর মধ্যে এখনও বিদ্যুৎ লাইনের তার মাটিতে পড়ে আছে।তাহলে ৮ হাজার কিলোমিটার লাইনের কি অবস্থা তা সহজেই নিরুপণ করা সম্ভাব। অনুসন্ধানে দেখাগেছে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ এর খুটি তার পড়ে আছে।জেলার অনন্যা এলাকায়ও একই অবস্থা।এ দিকে একটি কুচক্রী মহল লাইনম্যানদের যোগসাজশে গ্রাহকদের দ্রুতবিদ্যুৎ সেবা দেওয়ার নামে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে।যা কাগজেকলমে প্রতিরোধে সীমাবদ্ধ। তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেওয়ায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।আম্ফানের পর ২য় দিনে সদরদপ্তর এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করতে যেয়ে মৃত্যুর শিকার হয়েছে আমিনুল ইসলাম(১৯) নামের এক লাইনম্যান।বন্ধ করা লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কি ভাবে মৃত্যু হতে পারে তা নিয়ে জনমনে চরম ক্ষোভ রয়েছে।একই ভাবে চলতি বছরের ২৩ শে জানুয়ারী দপ্তর এলাকার পুটিয়াখালী গ্রামে বন্ধ করা লাইনে দৈনিকমজুরী হারে কাজ করা শ্রমিককে বিদ্যুত এর খুটির উপরে তুলে দেন কিছু দ্বায়িত্বে অবহেলাকারী লাইনম্যানরা।ঘটনাস্থলে মৃত্যু বরণ ফারুক নামের এক কিশোর।এ ঘটনার কিছুদিন পূর্বে দৈনিকমজুরী হারে কাজ করা আরও একটি প্রাণ বিদ্যুতে লাইনে স্পৃষ্ট হয়ে ভাড়ুখালী এলাকায় মারা যায়। এ দিকে আম্ফানের পর প্রান্তিক পর্যায়ে ঈদের ২ দিন পরেই বিদ্যুৎ সেবা শতভাগ চালু করার কথা থাকলেও আজ এ প্রতিবেদককে জানিয়েছেন কবে নাগাদ বিদ্যুৎ সেবা শতভাগ চালু করতে পারবে তা জানেন না।তাহলে বাইরের ঠিকাদার লাইনম্যান এনে ও সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করে গ্রাহকসেবার মান কতটুকু বৃদ্ধিপেল তা নিয়ে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আজ ২৭ শে মে বিকাল ৪ টা ৫ মিনিটে ০১৭৬৯৪০০০৭২ জেনারেল ম্যানেজারের নাম্বারে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে এজিএম পরিচয় দিয়ে বলেন স্যার অসুস্থ আছেন।বিদ্যুৎ সেবা কবে নাগাত শতভাগ চালু হবে তা জানতে চাইলে বলেন, তা ঠিককরে বলা সম্ভাব না।১৫ দিনেও কি সম্ভাব না এমনউত্তরে বলেন তাও ঠিক করে বলা যাবে না।