হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানের কারণে আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে খাদ্য বিতরণ

আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানের কারণে আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে খাদ্য বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 116 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের ঘূর্ণিঝড় আম্পানের কারণে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। শনিবার দুপুরে তিনি এ খাবার বিতরণ করেন। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ হতাশ হবেন না সরকারের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না আশ্রয় কেন্দ্রে আপনাদের খাবারের পাশাপাশি চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করেছি। যেহেতু মহামারী করোনা সংকট চলছে সেহেতু আপনারা সকলে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ইউপি সদস্য শাহিনুর ইসলাম সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবার রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন