হোম খুলনানড়াইল নড়াইলে খোয়া যাওয়া ৩০টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা ফিরে পেলো মালিকরা

নড়াইলে খোয়া যাওয়া ৩০টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা ফিরে পেলো মালিকরা

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে খোয়া যাওয়া ৩০টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা ফিরে পেলো মালিকরা। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেসন সেল এর বিচক্ষনতায় উদ্ধারকৃত এসব মোবইল ফোন ফিরে পেলেন । উদ্ধারকৃত এসব মোবইল ও টাকা মঙ্গলবার (০৫নভেম্বর) দুপুরে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ছবি:-খোয়া যাওয়া মোবাইল

এ ব্যাপারে মঙ্গলবার (০৫নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস বিফিংএ পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় নানা ভাবে খোয়া যাওয়া এসব মোবাইল ও টাকার মালিকদের সাধারণ ডায়েরীর ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্রিফিংকালে পুলিশ সুপার আরো জানান, এ ব্যাপারে মালিকপক্ষ মামলা দায়ের না করায়জিডির ভিত্তিতে চুরিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়না। এসময় পুলিশ সুপার উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: ছাব্বিরুল আলম, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক,জেলা সাইবার ক্রাইম সেল পরিদর্শক মোহাম্মাদ শাহ্ দারাসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন