হোম Uncategorized কলারোয়ায় আবারো ৫ ব্যক্তির করোনা পজিটিভ, শনাক্তের হার ৩৮ ভাগ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় আবারো ৫ ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এ্যান্টিজেন কিটস দিয়ে ১৩ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ ও ৮ জনের নেগেটিভ শনাক্ত হয়। শতকরা পজিটিভের হার ৩৮ ভাগ। শনাক্তের হার নিন্মমুখি হলেও দুই সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৭।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, সোমবার (৩১ জানুয়ারী) হাসপাতালে নমুনা পরীক্ষায় আবারো ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

পজিটিভ শনাক্ত ব্যক্তিরা হলেন, পৌর সদরের গদখালি গ্রামের দীপংকর রায় (৩৩), তুলশিডাঙ্গার নাফিসা আমিন (২৬), কয়লা গ্রামের বাসুদেব (২৭),সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামের আছিয়া খাতুন(৭৫) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার বলাডাঙ্গা গ্রামের সারজিনা (২৫)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে সকলকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন