হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ার ঝিলেরডাঙ্গা বিলে ব্রিধান ৫৮ জাতের নমুনা ধান কাটা কার্যক্রমের উদ্ভোধন

ডুমুরিয়ার ঝিলেরডাঙ্গা বিলে ব্রিধান ৫৮ জাতের নমুনা ধান কাটা কার্যক্রমের উদ্ভোধন

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ

ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়ার ঝিলেরডাঙ্গা বিলে ব্রিধান ৫৮ জাতের নমুনা ধান কাটা কার্যক্রমের উদ্ভোধন করা হয়। ০৩ মে রবিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ঝিলেরডাঙ্গা বিলে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রিধান ৫৮ জাতের নমুনা ধান কাটা কার্যক্রমের উদ্ভোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস,এম শফিউল্লাহ (বিপিএম), খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাক পংকজ কান্তি মজুমদার, জেলা প্রশিক্ষন অফিসার, (ডিএই) হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জিব দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব প্রমুখ।

উপজেলার ঝিলেরডাঙ্গা গ্রামের কৃষক পূর্ণেন্দু বিশ্বাসের ক্ষেতে ব্রিধান-৫৮ জাতের নমুনা ধান পরিসংখ্যানের সার্কেল পদ্ধতিতে কাটা হয়।
ধান কাটা উদ্ভোধনকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, আমরা মূলত কৃষকের কোন সমস্যা আছে কিনা এবং তার সমাধান কী হতে পারে এ বিষয়টি মাথায় রেখে আমরা সরেজমিন কৃষকের কাছে যাচ্ছি। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কিভাবে ফসল উত্তোলন করে ঘরে তোলা যায় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ধান কাটা শেষ না হওয়া পর্যান্ত আমাদের এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। কৃষক পূর্নেন্দু বিশ্বাস তার ধান ক্ষেতে সরেজমিনে আসার জন্য আগত অতিথিদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, এ বছর ধানের ফলন বিগত কয়েক বছরের তুলনায় অনেক ভাল হয়েছে। এখন ঘরে তোলার পালা।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক পংকজ কান্তি মজুমদার বলেন, আমরা যান্ত্রীকীরনের জন্য শতকরা ৫০ভাগ ভূর্তুকীতে কৃষি যন্ত্রপাতি কৃষকদের মাঝে বিতরন করছি। উপজেলা কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, এ বছর ডুমুরিয়াতে ২১হাজার ২০৫ হেঃ জমিতে বোরো আবাদ হয়েছে। বিগত বছরের তুলনায় এবছর ফলনও খুব ভাল হয়েছে। কৃষক যাতে সামাজিক দুরত্ব নিশ্চিত করে নির্বিঘ্নে তাদের ফসল ঘরে তুলতে পারে এজন্য আমরা কৃষকের কাছে গিয়ে পরামর্শ প্রদান করছি ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন