হোম অন্যান্যসারাদেশ নারীর জীবনমান উন্নয়নে লিডার্সের উদ্যোগে বটিয়াঘাটায় ডিগনিটি কিট প্রদান

নারীর জীবনমান উন্নয়নে লিডার্সের উদ্যোগে বটিয়াঘাটায় ডিগনিটি কিট প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

সংকল্প ডেস্ক:

নারীর স্বাস্থ্যসেবা ও সম্মান রক্ষায় লিডার্সের উদ্যোগে এবং LiFE ONG এর সহযোগিতায় বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে ডিগনিটি কিট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হলো নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য ও মর্যাদা নিশ্চিত করা।

১১ ডিসেম্বর ২০২৪ বুধবার বটিয়াঘাটা উপজেলার ভগবতীপুর হরি মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ডিগনিটি কিট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সুরখালি ইউনিয়নের সচিব ধিমান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুনা আক্তার সুমি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুরখালি ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম সাগর, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, LiFE ONG এর কান্ট্রি ডিরেক্টর ভিরগিল লেপ্রিন্স, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া সহ লিডার্সের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের নারীরা। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ডিগনিটি কিট প্রদান অনুষ্ঠান শুরু করা হয়।

ডিগনিটি কিটের মধ্যে রয়েছে নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য় ২০ লিটারের একটা ঢাকনাওয়ালা বালতি, বড় এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, একটা থার্মোমিটার, একটা লিকুইড স্যাভলন, একটা বড় স্যাভলন সাবান, একটা হ্যান্ডওয়াশ । নারীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব আরোপ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,“নারীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান এবং তাদের জীবনমান উন্নয়নের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি শুধু নারীদের জন্য নয়, সমগ্র সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।”

লিডার্সের নির্বাহী পরিচালক তার বক্তব্যে জানান, “আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গঠন করা যেখানে নারীরা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে। ডিগনিটি কিট বিতরণ কর্মসূচি তারই একটি অংশ।”

নারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লিডার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই কিট শুধু তাদের দৈনন্দিন জীবনকে সহজ করবে না, বরং তাদের স্বাস্থ্যের প্রতি সচেতন করবে।

লিডার্স আশা করে, ভবিষ্যতে তারা এমন আরও কার্যক্রম গ্রহণ করবে যা নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন