নিজস্ব প্রতিনিধি :
জেলা সাংবাদিক পরিষদের উদ্যোগে আজ সোমবার বিকাল ৫.০০টার সময় জজ কোট মোড়স্থ সংগঠনের কার্যালয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আমিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি জনাব মোঃ আছাফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির । উক্ত সভায় জেলা সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন, করোনা মহামারি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন প্রসঙ্গে আলোচনা করা হয়।
এছাড়া সমস্ত বিষয় নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আমিরুল ইসলাম আরো দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এছাড়া সহ সভাপতি মোঃআছাফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির এবং যুগ্ন সাধারণ সম্পাদক এস. এম আল মাসউক। উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য প্রশান্ত কুমার পাল,খায়রুল বাসার, ইকবাল হোসেন, মনিরুজ্জামান মিঠু ও ফরজ আলি সহ আরো অনান্য সদস্য বৃন্দরা।
এছাড়া সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাংবাদিক পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খায়রুল বাসার।
