হোম খুলনাসাতক্ষীরা তালায় পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

তালায় পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

সংকল্প ডেস্ক:

সাতক্ষীরা উপজেলার, তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামে কোলাজ বিল চারি ভাঙ্গা ডুমুরিয়া উপজেলা সালতা নদী সহ বিভিন্ন এলাকা পানি নিষ্কাশনের জন্য পায়ে হেঁটে পরিদর্শন করলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: রাসেল। রবিবার (২৪ নভেম্বর) সকাল দশটার সময় শেখেরহাট নামক স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে জনগণের সঙ্গে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ বিষয়ে এলাকাবাসী জানান, ‘জল যার জলাকার তার’ আমরা গরিব ও মৎস্যজীবী, আমাদের সারাজীবন এই জলমহল থেকে মাছ স্বীকার করে জীবিকা নির্বাহ করতাম , সাম্প্রতিক স্বৈরাচার সরকারের সময় আমাদের একমাত্র জীবিকা নির্বাহ জলমহল সৈয়দ সোহেল রানা মৎস্য ঘের করে আমাদের পেটে লাথি মেরেছে এবং সরকারি খালে নেটপাটা ও বেড়িবাঁধ দিয়ে হাজার হাজার পরিবারকে পানিবন্দি করেছেন।বাদ যায়নি কোমলমতি স্কুলের ছাত্র ছাত্রীরা।তারা যেতে পারছে না সময় মতো স্কুলে। সর্বোপরি মৎস্যজীবীরা চাই সরকারী খাল সহ জলমহল জনসাধারণের জন্য উন্মুক্ত করতে।

বিভিন্ন এলাকা পরিদর্শনের শেষে সবার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল বলেন, আমি বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখেছি কিভাবে আপনাদের এই পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা যায়। এ বিষয় নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবোএবং আপনাদের এলাকার বাসির পক্ষ থেকে পাঁচ জন লোক ও ঘের মালিক সোহেল সহ যারা খালের হারীর টাকা নিয়েছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন