জসিম উদ্দিন:
মোংলায় পৃথক অভিযানে হরিণের মাংস, অস্ত্র সহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনের সুত্র জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৪ নভেম্বর) তারিখ সোমবার বিকালে পশুর নদীর মোংলা নালা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড । এসময় সন্দেহ জনক একটি কাঠের নৌকা তল্লাশি করে ৪৭ কেজি হরিণের মাংস সহ ০২ জন হরিণ শিকারী কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় মোঃ আসাদুল ইসলাম (২৭) এবং মোঃ সয়দার শিহাব উদ্দিন (১৯)। আটক দুইজনই বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাইংমারি ফরেস্ট অফিস নিকট হস্তান্তর করে কোস্টগার্ড।
অন্যদিকে আলাদা আরেকটি অভিযান চালিয়ে কয়রা এলাকার ঘোলা ঘাট সংলগ্ন স্থান থেকে একটি ৯ মি:মি: পিস্তল, ০২ টি ফাঁকা ম্যাগাজিন, ০১ রাউন্ড তাজা গোলা সহ মো: জাকারিয়া রাজু(৪০) নামক এক অস্ত্র ব্যবসায়ী কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার বাসিন্দা। জব্দকৃত অস্ত্র, ফাঁকা ম্যাগাজিন, তাজা গোলা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্থান্তর করা হয়।