মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। “আল্লাহর জমিনে আল্লাহর নেযাম” স্লোগানকে সামনে রেখে তিনি মরহুম পিতা, প্রখ্যাত আলেমে দ্বীন, সাবেক এমপি, মন্ত্রী ও হুইপ মুফতী মুহাম্মদ ওয়াক্কাস (রহ.)-এর যোগ্য উত্তরসূরি হিসেবে মনিরামপুরবাসীর আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে মাঠে নেমেছেন।মাওলানা রশীদ বিন ওয়াক্কাস ও তাঁর সংগঠন মনিরামপুরবাসীর জন্য একটি সমন্বিত ও সুদূরপ্রসারী ভাবনা নিয়ে কাজ করছে। তাঁর মূল প্রতিশ্রুতি ও ভাবনাগুলো
দেশ, দ্বীন ও জনগণের সেবা: তিনি সততা, আদর্শ ও ত্যাগের পথে আজীবন নিবেদিত থাকার অঙ্গীকার করেছেন। সৎ, শিক্ষিত, কর্মঠ ও নির্ভীক নেতৃত্ব গঠন, ধর্মীয় মূল্যবোধ,
ন্যায়বিচার ও উন্নয়নের সমন্বিত প্রয়াস তাঁর মূল লক্ষ্য। বৈষম্যহীন সমাজ বিনির্মাণ: ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে তিনি বদ্ধপরিকর। বিশেষ করে, হিন্দু সম্প্রদায়সহ সকল ভিন্ন ধর্মাবলম্বীর নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। মাদকমুক্ত সমাজ ও কর্মসংস্থান: যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মাদকমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যসেবার উন্নয়ন: সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মনিরামপুর উপজেলা সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। ভবদহ সমস্যার স্থায়ী সমাধান: মনিরামপুরের অন্যতম প্রধান সমস্যা ‘ভবদহ’-এর স্থায়ী সমাধানে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সুষম বন্টন ও জবাবদিহিতা: তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য সরকারি প্রাপ্ত অর্থ ও বরাদ্দকৃত প্রকল্পের সুষম বণ্টন ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বলেন, “আমরা মনিরামপুরকে একটি আদর্শ জনপদে পরিণত করতে চাই, যেখানে ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক উন্নয়ন ও ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে। আমার পিতা মরহুম মুফতী ওয়াক্কাস (রহ.) জনগণের জন্য যে ত্যাগের রাজনীতি করেছেন, আমি সেই আদর্শকে ধারণ করে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”তিনি মনিরামপুরবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, জনগণ একটি সৎ, আদর্শবান ও জনকল্যাণমুখী নেতৃত্বকে নির্বাচিত করবে। গনসংযোগকালে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জমিয়তের সভাপতি আজিজুর রহমান, মুফতি অশফাকুল আনওয়ারা ইয়ামিন, যশোর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক যুব জমিয়ত সহ সভাপতি মুফতী কামরুজ্জামান কাসেমী সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, মুফতি দেলোয়ার হোসেন, আশরাফ ইয়াছিন, প্রচার চম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী, আকবার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
