হোম Uncategorized
মণিরামপুর(যশোর)প্রতিনিধি :
ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদ উদ্দিনের রোববার যশোরের মণিরামপুরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সামরিক মর্যাদায় লাশ দাফন করা হয়। নিহত ফরিদ উদ্দিন উপজেলার চান্দুয়া গ্রামের ফজলে করিমের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। স্ত্রী এবং দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার স্ত্রী মালিয়া খাতুন পৌরসভা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ।
মালিয়া খাতুনের ভাই বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুস আলম জানান, ফরিদ উদ্দিন সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর ঢাকায় সেনা কল্যাণ সংস্থায় চাকুরি করতেন। শুক্রবার রাত নয়টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় যাওয়ার সময় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পৌছেেল বিপরিতদিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধারের পর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। কুদ্দুস আলম জানান, এ ঘটনায় সেনা কল্যান সংস্থার পক্ষ থেকে ঢাকার একটি থানায় মামলা করা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে রোববার সকালে ঢাকা থেকে ফরিদের লাশ আনা হয় যশোরের মণিরামপুরে। পৌরশহরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। দুপুরে মাছনা মাদ্রাসার কবরস্থানে লাশ দাফন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, জিএম মজিদসহ হাজরো মুসল্লি জানাজা নামাজে অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন