হোম অন্যান্যসারাদেশ খুলনায় ১১ দফা দাবি আদায়ে নৌ-যান শ্রমিকদের বিক্ষোভ

খুলনায় ১১ দফা দাবি আদায়ে নৌ-যান শ্রমিকদের বিক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় বেতন-ভাতার সুযোগ-সুবিধা সহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নৌ-শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১০টায় ধর্মঘটের সমর্থনে নগরীতে এই মিছিলের আয়োজন করে নৌ-যান শ্রমিকরা।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) ঘাট এলাকায় এ মিছিল করেন শ্রমিকরা।
সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশের ন্যায় খুলনায়ও অনির্দিষ্টকালের জন্য নৌ-যান-শ্রমিকদের ধর্মঘট শুরু হয়েছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে ১৩ অক্টোবর রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের সামনে নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের মানববন্ধন থেকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।
শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবিগুলো-বাল্কহেড সহ সব নৌ-যান ও নৌ-পথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করা, ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌ-যানের সর্বস্তরের শ্রমিকদের বেতন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস এবং মালিক কর্তৃক খাদ্যভাতা দিতে হবে, সব নৌ-যান শ্রমিকের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ,এনডোর্স, ইনচার্জ, টেকনিক্যাল ভাতা পুনঃর্ন্ধিারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ, প্রত্যেক নৌ-শ্রমিককে মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দিতে হবে, নদীর নাব্য রক্ষা ও প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন, মাস্টার/ড্রাইভার পরীক্ষা,সনদপত্র বিতরণ ও নবায়ন,বেআইনি নৌচলাচল বন্ধ করা,নৌ-পরিবহন অধিদপ্তরে সব ধরনের অনিয়ম ও শ্রমিক হয়রানি বন্ধ এবং নৌ-যান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন