ইবি সংবাদদাতা:
কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস (সুহাইল)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ডিনপেনসারিগুলোতে নিয়ে যাওয়া হয়। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটির চালক ও হেলপার পলাতক আছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার নিচে পড়ে যায়।
ওয়েসিস ট্রেডিং এজেন্সির নুরুল ইসলাম বলেন, আমাদের সুহাইল গাড়ি সব কাগজপত্র ঠিক আছে। ড্রাইভারে লাইসেন্সও আছে। তবে রাস্তা খারাপ তাছাড়া রাস্তায় বিভিন্ন ভ্যান, ট্রাক থাকায় ড্রাইভার হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আমাদের মালিক সমিতির মিটিং চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছে। ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে। হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সাগর নামের এক শিক্ষার্থীর এখনো জ্ঞান ফেরেনি। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।