হোম খেলাধুলা ঢাকা লিগে রূপগঞ্জে নাম লেখালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ৩ মার্চ। শনিবার শুরু হয়েছে দলবদলের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। দুই দিনের এই কার্যক্রম শেষ হবে রবিবার। গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জসহ বেশ কয়েকটি দল আজ দল বদলে অংশ নিয়েছে। আসন্ন ঢাকা লিগে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে ক্লাবটির হয়ে খেলতে তিনি দেশে ফিরতে পারবেন কিনা- তা নিশ্চিত নয়।

মূলত সাকিব দেশে ফিরবেন, সেটি ভেবেই তাকে দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। তবে রাজনৈতিক কারণে সাকিবের খেলা নিয়ে সংশয় রয়েছে। গত বিপিএলে তাকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। কিন্তু বিপিএল খেলতে সাকিব দেশে ফিরতে পারেননি।

লিজেন্ড অব রূপগঞ্জ এর কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছেন, ‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি। খেলোয়াড় সাকিবকে নিয়েছি। ও ক্যারিয়ারের শুরু থেকে আমার সঙ্গে ছিল। আশা করছি, এখনও থাকবে। ও যদি খেলতে না পারে তাহলে ওকে আমরা নেবো কেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচিত হন সাকিব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পর্যন্ত দেশে আসেননি তিনি। গত বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন। ওই সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকিতে সে সুযোগ মেলেনি।

উল্লেখ্য, শনিবার দল-বদলের সময় থেকেই সাকিবের সঙ্গে লিজেন্ডস অব রূপগঞ্জের একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন ছড়িয়ে পড়ে গণমাধ্যম এবং ইন্টারনেটে।

হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যায়, রূপগঞ্জের পক্ষ থেকে সাকিবের কাছে পাসপোর্ট সাইজ ছবি চাওয়া হয়েছে। সাকিব নিজের ছবিও পাঠিয়েছেন। আরেকটি বার্তায় রূপগঞ্জের পক্ষ থেকে বলা হয়, আগামীকাল (শনিবার) সাকিবের কাগজপত্র দাখিল করা হবে। এই বার্তা থেকেই জল্পনা ছড়ায়, সাকিব তাহলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএলে খেলতে যাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন