দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে করোনা কালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে। কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন শনিবার (৮আগস্ট) পৃথক সময়ে যশোর-সাতক্ষীরা প্রধান সড়কে অবস্থিত কলারোয়া সরকারি কলেজ বাসস্টান্ড,উপজেলা পরিষদ মোড় বাসস্টান্ডে যাত্রী পরিবহনসহ অভ্যন্তরীন সড়কের যানবাহনে ও পৌরসদরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছেন।
অভিযান পরিচালনাকালে মাস্কবিহীন যাত্রী পরিবহন,অতিরিক্ত যাত্রী পরিবহন ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল না করার জন্য কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের সহযোগীতা করেন থানা পুলিশের কর্মকর্তাসহ সদস্যবৃন্দ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনায় উপজেলার প্রধান সড়ক,অভ্যন্তরীন সড়কে যাত্রী পরিবহনসহ বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি,সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার বিষয়ে জনগণকে সচেতন করা লক্ষ্যে ওই কার্যক্রম পরিচালনা করা হয়। উল্লেখ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জনগণকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহারের প্রয়োজনীতার বিষয়টি তুলে ধরে পরিবহন যাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার আহবান জানিয়ে বলেন, আসুন সরকারি নির্দেশনা মেনে চলি করোনা প্রতিরোধ করি।