হোম খুলনানড়াইল নড়াইল পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি তেলায়েত- সম্পাদক ফশিয়ার

নড়াইল পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি তেলায়েত- সম্পাদক ফশিয়ার

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি মোঃ তেলায়েত হোসেন বাবু ও খন্দকার ফশিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের ব্যবধানে নেতা নির্বাচনে কাউন্সিল উপলক্ষে শনিবার (১৮জানুয়ারি) অনুষ্ঠিত ভোট উৎসবে মাতেন নেতাকর্মীরা।

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উৎসব মুখর এ ভোটে মোঃ তেলায়েত হোসেন বাবু (মোটর সাইকেল)২৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন মোঃ আলী হাসান (ঘোড়া), তার প্রাপ্ত ভোট ছিল ২১২। এদিকে ২৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দেয়াল ঘড়ি প্রতিকের খন্দকার ফশিয়ার রহমান , এ পদে ২৪৪ ভোট পেয়ে পরবর্তী অবস্থানে ছিলেন মোমবাতি প্রতিকের মোঃ ফরিদ বিশ্বাস, এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ২২৪ভোট পেয়ে টিউবয়েল প্রতিকের ইবাদত আলী, তার নিকটম প্রতিদ্ব›দ্বী মাছ প্রতিকের মোঃ আরমান আলী খান, তার প্রাপ্ত ভোট ২১৯। বিএপির উর্দ্ধতন নেতাদের উপস্থিতিতে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ে এ ভোটের আয়োজন করা হয়। ভোট গ্রহন চলে সকাল ১০টা থেকে একটানা ২টা পর্যন্ত। সুশৃঙ্খভাবে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির মোট ৬৩৯জন সদস্য দুই বছর মেয়াদে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ এ ভোট পরিচালনা করে নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন