হোম ঢাকামুন্সিগঞ্জ টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত

টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

অনলাইন ডেস্ক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ গাড়িতে চাপা দিলে কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে এবং সেখানে নেওয়ার পরে এক শিশুসহ কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।

তবে তিনি বিষয়টি শতভাগ নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১ দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দিতে অপেক্ষায় ছিল প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বেশকিছু যানবাহন। এ সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে পেছন থেকে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

তিনি বলেন, ‘এতে বাস, প্রাইভেটকারের ৬ যাত্রীসহ কমপক্ষে ১৫ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হলে হাসপাতালে নেওয়ার পথে এবং নেওয়ার পরে ৫ জনের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় এ সামনে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন