হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 71 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইজিবাইক চালকের নাম হাসান আলী (৫০)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেআলী গ্রামের জবেদ আলী সরদারের পুত্র।

নিহতের শ্বশুর কলারোয়ার আজহার আলী জানান, জবেদ আলী আমার বাড়িতে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গতকাল বৃহস্পতিবার সকালে সে ইজিবাইক নিয়ে বাহির হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আজ সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান তার মরদেহ ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে পাওয়া গেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা হাসান আলীর ইজিবাইকটি ভাড়া নিয়ে সেটি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাধা দেওয়ায় তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সম্পর্কিত পোস্ট

মতামত দিন