হোম আন্তর্জাতিক ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের হুমকি দিলেন ট্রাম্প

ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের হুমকি দিলেন ট্রাম্প

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি সব জিম্মির মুক্তির জন্য হামাসকে সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে ছেড়ে দেওয়া না হলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের প্রস্তাব করবেন বলে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বক্তব্যে জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য আমি সময় বেঁধে দিচ্ছি। আগামী শনিবার দুপুর ১২টা। আমি মনে করি সময়টা যুক্তিসংগত। এই সময়ের মধ্যে সব জিম্মি ফিরে না এলে ওপর নরক ভেঙে পড়বে।

তিনি আরও বলেন, দুই, তিন, চারজন করে মুক্তি দিলে হবে না। আমার বিশ্বাস, জিম্মিদের অনেকেই ইতোমধ্যে মারা গেছেন। তবে বাকিদের একসঙ্গে ছেড়ে দিতে হবে। নইলে এই যুদ্ধবিরতি চুক্তি বহাল রাখার আমি কোনও প্রয়োজন দেখি না।

অবশ্য এই বক্তব্য কেবলই নিজের অভিমত বলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি কেবল নিজ দায়িত্বে কথা বলছি। ইসরায়েল চাইলে আমার প্রস্তাবে উনিশ বিশ করতে পারে। তবে আমি মনে করি, শনিবার দুপুর ১২টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরক ভেঙে পড়ার জন্য সবার প্রস্তুত থাকা উচিত।

এর আগে, ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখলের পরিকল্পনার কথা প্রকাশ করে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন ট্রাম্প। তার দাবি, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিসর ও জর্ডানে পুনর্বাসন করা উচিত। তার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করে তা প্রত্যাখান করেছে আরব দেশগুলো।

এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে পুনর্বাসন প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিসরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়ার কথা ভাবছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন