হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের উল্টো রথ অনুষ্ঠিত

ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের উল্টো রথ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথটান অনুষ্ঠিত হয়েছে। আর এই উল্টো টানের মধ্য দিয়ে শেষ হয়েছে রথযাত্রা উৎসব। এ উপলক্ষে ফকিরহাট উপজেলার আট্টাকী সর্বজনীন শীতলাতলা মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে আট্টাকী সর্বজনীন শীতলাতলা মন্দিরে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ এই উল্টো রথটান উৎসবে অংশগ্রহন করেন। মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ ধর্মীয় অনুষ্ঠানে নিজেদের সম্পৃক্ত করে। এ রথটি ফকিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির চত্ত¡রে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শীতলাতলা মন্দিরের পক্ষ থেকে রনি ঘোষ ও কার্তিক দত্ত জানান, প্রতিবছরের ন্যায় এবছরও অসংখ্য দশনার্থী ও ভক্তকুলের আগমন ঘটে। রথটান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। এসময় মন্দির কমিটির বিভিন্ন কর্মকর্তা ও নদন্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন