অনলাইন ডেস্ক:
ক্ষমতার চেয়ার একটি আঠালো চেয়ার। এটির মধ্যে একবার বসলে আর কারো ছাড়তে ইচ্ছে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নির্বাচন পিছিয়ে দেওয়ার মাঝে, নির্বাচনকে প্রলম্বিত করার মধ্যে অন্য ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হলরুমে কর্মীসভায় ডা. জাহিদ হোসেন এই মন্তব্য করেন। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শামিম হোসেন সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুর সাত্তার মিলনের সঞ্চালনায় স্থানীয়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাহিদ হোসেন বলেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের নিরাপত্তা ও যারা পঙ্গু হয়েছে তাদের পুর্নবাসিত করা ও তাদের সহযোগিতা করার জন্য দরকার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দেওয়া।
তিনি আরো বলেন, মানুষের অধিকার ফেরত দেওয়ার আগ্রহ যারা লম্বা করার চেষ্টা করেন তারা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে জাতীয় নির্বাচন জরুরি।