হোম অন্যান্যসারাদেশ ভিসি মাসুদের পদত্যাগে ইবিতে আনন্দ মিছিল

ভিসি মাসুদের পদত্যাগে ইবিতে আনন্দ মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ
ইবি সংবাদদাতা:
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর ভাইস চ্যান্সেলর (ভিসি) মাসুদের পদত্যাগে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) রাত ২টায় তারা বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমবেত হয়।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভির মাহমুদ মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ ও সাজ্জাতুল্লাহ শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ‘ইনকিলাব, ইনকিলাব’, ‘এই মুহুর্তে খবর এলো,ভিসি মাসুদ পালিয়ে গেলো’, ‘যে হবে সৈরাচার, তাকে বলব বাংলা ছাড়’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘হাসিনা গেছে যেই পথে, মাসুদ গেছে সেই পথে’, ‘আমাদের সংগ্রাম চলছেই চলবে’ ইত্যাদি স্লোগান দেয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘হাসিনা যে পথে গিয়েছিল, আজ মাসুদও সেই পথে যেতে বাধ্য হয়েছে। হাসিনার বিরুদ্ধে যেমন দেশের সব শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছিলো তেমনি গত কয়েকদিনও মাসুদের পদত্যাগের দাবিতে দেশের ছাত্রসমাজ পূনরায় আরেকবার ঐক্যবদ্ধ হয়েছিলো। তাই ইন্টেরিম গভমেন্টের কেউ হোন বা কোনো ভিসি হোন, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়ার পূর্বে ভেবে চিন্তে যাবেন। নতুবা আপনাদের গন্তব্যও সেইম হবে, আপনাদেরকেও হাসিনার পথে পাঠানো হবে।’
এর আগে, গতকাল বুধবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমর্থনে অনশন পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন