মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে রাত ১২:১মিনিটে উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশ মোল্লাহাট থানা, হাইওয়ে পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন, সোনালী ব্যাংক পিএলসি, পল্লী উন্নয়ন দপ্তর, পল্লী বিদ্যুৎ মোল্লাহাট, সাব রেজিস্ট্রি অফিস, ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদ, জাতির জনক বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাহাট প্রেসক্লাব। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ৭ টায় প্রভাত ফেরী উপজেলা পরিষদ চত্বর থেকে বেরিয়ে কে আর কলেজ মাঠ প্রদক্ষিণ করে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। এ শহীদ মিনারে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ সকল অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুধীজন।