হোম খুলনানড়াইল নড়াইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 30 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জেলা শিল্পকলা একাডেমি প্রঙ্গনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শারসনি আক্তার জাহানের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন। পরে একে একে পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড, জেলা বিএনপিও এর অন্যান্য অঙ্গ সংগঠন, নড়াইল প্রেসক্লাব, বিভিন্ন সরকারি বিভাগও দপ্তর, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পূষ্পার্ঘ নিবেদনের পরে ছিল জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তেলন পর্ব। পরে উপস্থিত সকলে মহান স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আত্নার শান্তি ও দেশজাতীর সমৃদ্ধির জন্য প্রর্থনায় অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন