হোম খুলনাসাতক্ষীরা ১৯ শে জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনি উপজেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি গ্রহণ

১৯ শে জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনি উপজেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি গ্রহণ

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

এস,এম মোস্তাফিজুর রহমান:

আগামী ১৯ শে জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ৭দফা দাবী আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনি উপজেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

চলো চলো,ঢাকা চলো,জাতীয় সমাবেশ সফল করো এই স্লোগানকে সামনে রেখে উপজেলাব্যাপী ব্যানার টানানো,পোস্টারিং,লিফলেট বিতরণ,গণসংযোগ, দাওয়াতী সভা,ফেসবুক ইউটিউব,অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারণা চলছে। মূল সংগঠনের পাশাপাশি সহযোগী সংগঠন গুলোর কার্যক্রমও অব্যাহত আছে। এ উপলক্ষে গতকাল দুপুর ২ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা জামায়াতের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক ও সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তাজা,মাওঃ মোশারফ হোসেন,শাহ অহিদুজ্জামান শাহীন,মাওঃ আতাউর রহমান,ডাক্তার রোকনুজ্জামান,মাওঃ রুহুল কুদ্দুস,মাওঃ রিয়াছাত আলী,মাওঃ আব্দুল বারী,মাওঃ শহিদুল ইসলাম,মাওঃ জিয়াউল ইসলাম,আলহাজ্ব দেছের আলী,মাওঃ আব্দুল ওয়াদুদ,মাওঃ রবিউল ইসলাম,মাওঃ ইউসুফ হোসেন,প্রফেসর আব্দুল গনি,মাওঃ জাকির হোসেন,মাওঃ আব্দুল ওয়াজেদ,সেকান্দার আলী,হাফেজ আব্দুল্লাহ,মাওঃ আব্দুল হাই,মাওঃ লুৎফর রহমান,শাহিনুল ইসলাম,মাওঃ মোস্তাফিজুর রহমান ও মাওঃ আব্দুল কাদের,মাওঃ হারুন অর রশিদ,গাজী আব্দুর রশিদ,ভাইস প্রিন্সিপাল মাওঃ ওয়াহিদুজ্জামান,মাওঃ শফিকুল ইসলাম,মাওঃ আবু বক্কর সিদ্দিক,আহসান হাবীব প্রমুখ। বৈঠকে প্রধান অতিথি আগামী ১৯ শে জুলাই ঢাকায় জাতীয় সমাবেশে দলে দলে যোগদান করতে সকল দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন