হোম খুলনাযশোর মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত গর্ভনিং বডির পরিচিতি অনুষ্ঠান

মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত গর্ভনিং বডির পরিচিতি অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত গর্ভনিং বডির পরিচিতি অনুষ্ঠান ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিষ্ঠানের হল রুমে কলেজের শিক্ষকবৃন্দ ও সূধীজনের উপস্থিতিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত গর্ভনিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি শফিকুল বারী শফি, অভিভাবক সদস্য আঃ সালাম গাজী, শিক্ষক প্রতিনিধি এম,এম, এ সালাম এবং সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধিত করা হয়। মোঃ শফিকুল বারীর সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ উদ্দিন, জি,এম আফসার উদ্দিন, মাওলানা আঃ হামিদ, মাওলানা মাকসুদুর রহমান, নেহালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জি,এম খলিলুর রহমান, নেহালপুর বাজার বণিক সমিতির সভাপতি বাবুল আক্তার, বিএনপি নেতা নাজমুল হুদা, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, নূর আলম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন