হোম খুলনাযশোর কেশবপুরে জনপ্রিয় বিএনপি নেতা অধ্যক্ষ জুলফিকার আলির ইন্তেকাল 

কেশবপুরে জনপ্রিয় বিএনপি নেতা অধ্যক্ষ জুলফিকার আলির ইন্তেকাল 

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ
স্টাফ রিপোর্টার:
কেশবপুর হাজী আবদুল মোতালেব মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও পৌর বিএনপি নেতা জুলফিকার আলি (৬৫) চট্টগ্রামে ছেলের বাসায় বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না —-রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বাদ আসর মরহুমের নামাজে জানাজা আটন্ডা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়, এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ  সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখশহীদুল,  ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক আলমগীর কবির, হুমায়ুন কবির পলাশ,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলাসহ বিএনপি নেতৃবৃন্দ । তার মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন