হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা 

দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা 

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ
দেবহাটা প্রতিনিধিঃ
“প্রতিবন্ধী অন্তভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি ” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ (ইমাম প্রশিক্ষণ কেন্দ্র) উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার জয়দেব পাল, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল ও যুব উন্নয়ন কর্মকর্তা মঈনুল হাসানসহ উপজেলার প্রতিবন্ধী ও তাদের অভিভাবক বৃন্দরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন