হোম রাজনীতি ৯ মাস পর জামিনে মুক্ত বিএনপি নেতা রবি

৯ মাস পর জামিনে মুক্ত বিএনপি নেতা রবি

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

রাজনীতি ডেস্ক:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি জামিনে মুক্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এ সময় কারাফটকে অপেক্ষায় থাকা বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।

এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে জামিন পান তিনি। টানা ৯ মাস কারাগারে ছিলেন রবি।

গত বছরের ২৩ মে ধানমন্ডির সিটি কলেজের সামনে থেকে গ্রেফতার হন বিএনপি নেতা রবি। এ নিয়ে বর্তমান সরকারের আমলে মোট ৯বার কারাবরণ করলেন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৯৩টি মামলা। তিনটি মামলায় তার সাড়ে আট বছর সাজা হয়।

এদিকে আজ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানার করা তিন মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।

১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদুকের করা আরও পাঁচ মামলায় জামিন দেন। ফলে তার কারামুক্তিতে আর কোনও বাধা থাকলো না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন