স্পোর্টস ডেস্ক:
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা এবং রোমাঞ্চের ছড়াছড়ি। এবারের এশিয়া কাপে দুবার মুখোমুখি হওয়ার সুযোগ এসেছিল এই দুই ক্রিকেট পরাশক্তির। তবে এই এশিয়া কাপ নয়, ৯ বছর আগে হওয়া এশিয়া কাপের প্রসঙ্গ নতুন করে এসেছে আলোচনায়।
২০১৪ সালের ২ মার্চে এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান। যেখান পরপর দুই ছক্কা মেরে হারতে বসা পাকিস্তানকে জিতিয়েছিলেন শহিদ আফ্রিদি।
ম্যাচটিতে শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১০ রান ও ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ উইকেট। ৫০তম ওভারে বল হাতে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই সাইদ আজমলের উইকেট তুলে খেলা জমিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছয় মেরে জয় তুলে নেন আফ্রিদি।
এবার আফ্রিদির সেই ছক্কার বিষয়ে মুখ খুলেছেন অশ্বিন। একজন ভক্ত সামাজিক মাধ্যম এক্সে আফ্রিদির ছক্কার কথা মনে করিয়ে দিলে অশ্বিন বলেন, ‘সেগুলো সত্যিই ভালো শট ছিল, ম্যান। সত্যিই একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে তার প্রশংসা করতে হবে।’
এ দিকে এশিয়া কাপের পরে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরেও মুখোমুখি দেখা যাবে ভারত-পাকিস্তানকে। আগামী ১৪ অক্টোবর দুপুর আড়াইটায় ম্যাচটি হবে আহমেদাবাদে। আপাতত সেদিকেই চোখ রেখেছেন ক্রিকেট ভক্তরা।