স্পোর্টস ডেস্ক:
ওয়ানডেতে প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হার মেনেছে মেহেদী হাসান মিরাজের দল। আফগানদের বিপক্ষে রান ব্যবধানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়—এর আগে ২০২৩ সালে চট্টগ্রামে ১৪২ রানে হেরেছিল টাইগাররা।
এই ম্যাচেই ঘটল আরও এক বিব্রতকর রেকর্ড, ২৮১৯ দিন (প্রায় ৮ বছর) পর শতরানের নিচে গুটিয়ে গেল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটি ১৮তমবার, যখন ১০০ রানের নিচে অলআউট হলো দলটি। সর্বশেষ এমন ভরাডুবি হয়েছিল ২০১৮ সালের ২৫ জানুয়ারি, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে, মাত্র ৮২ রানে।
প্রিয় ওয়ানডে ফরম্যাটেও এখন ছন্দ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। অধিনায়কত্বে পরিবর্তন আনলেও পারফরম্যান্সের গ্রাফ আরও নিচে নেমেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আফগানিস্তানের কাছেও ব্যাটিং ব্যর্থতার মিছিল চলেছে।
সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ২৭.১ ওভারেই থামে মিরাজদের ব্যাটিং দৌড়। এটাই আফগানদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসেও রানের ব্যবধানে এটাই সবচেয়ে বড় জয়। এর আগে আফগানদের বিপক্ষে গেল ম্যাচেই ১০৯ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
সবশেষ ১৩ ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র একটিতে, যা দলটির বর্তমান দুরবস্থার নগ্ন চিত্র তুলে ধরছে। এখন সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ; প্রশ্ন একটাই— আফগানদের বিপর্যয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ?