এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
সাতক্ষীরা জেলার , শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভামিয়া গ্রামে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন প্রকল্পের মাধ্যমে ৯৫ টি পরিবারের ফলোজ গাছের চারা রোপনের উপর সংক্ষিপ্ত ওরিয়েন্টশন প্রদান করে। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬ ধরনের ফলোজ গাছের চারা (আম-গোবিন্দভোগ, জামরুল, আম-আম্রপালি, নারিকেল গাছ, সফোদা ও কদবেল এর চারা) বিতরন করে।
ওরিন্টেশন পরিচালনা করেন সামাজিক বন বিভাগের প্রতিনিধি মো: পিরামীন ইসহক। কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রবিউল ইসলাম , সভাপতিত্ত্ব করেন সিসিআরসির ভামিয়ার সভাপতি মো: মুজিবুর রহমান, সিসিডিবি প্রতিনিধি উপজেলা সমন্বয়কারী মি: সুজন বিশ্বাস, এ্যাডমির ও এ্যাকাইন্ট অফিসার নেন্সি বিশ্বাস, মাঠ ব্যবস্থাপক অনিতা দাস, মি: জগদীশ সরকার ও কংকন অধিকারী প্রমুখ।