আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কম করেছে দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। তার সাজা আট বছরের পরিবর্তে এক বছর করা হয়েছে।
রাজকীয় ক্ষমা আবেদনের এক দিন পরই এই ঘোষণা দেয়া হয়। দেশটির সরকারি রয়্যাল গেজেট এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
শুক্রবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এই গেজেটে বলা হয়েছে, ‘থাকসিন তার অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা করেছেন।’
গেজেটে বলা হয়েছে, ‘থাকসিন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেশ ও জনগণের জন্য ভালো কাজ করেছেন এবং রাজতন্ত্রের প্রতি অনুগত ছিলেন।’
গেজেটে আরও বলা হয়েছে ‘থাকসিন আদালতের রায়কে সম্মান করেছেন এবং অপরাধ স্বীকার করেছেন। তিনি অনুতপ্তও হয়েছেন। তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ। এই মুহূর্তে তার চিকিৎসা ও সেবার প্রয়োজন।’
রয়্যাল গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, ‘মহারাজা তাকে সাধারণ ক্ষমা দিয়েছেন এবং সাজা কমিয়েছেন যাতে তিনি তার দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে পারেন।’
প্রায় ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনের গত মাসের ২২ আগস্ট দেশে ফেরেন থাকসিন। ব্যক্তিগত বিমানে করে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে এসে নামার কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে সরাসরি তাকে থাইল্যান্ডে সুপ্রিম কোর্টে হাজির করে পুলিশ।
বেশ কয়েকটি ফৌজদারি অপরাধের অভিযোগে তাকে আট বছরের কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত। আদালত থেকে এরপর তাকে সোজা ব্যাংককের রিমান্ড কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপরই অসুস্থ বোধ করেন ৭৪ বছর বয়সী থাকসিন।
থাকসিন থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে দেশ ছাড়েন তিনি।