হোম খুলনাসাতক্ষীরা ৭ দফা দাবিতে সাতক্ষীরায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

৭ দফা দাবিতে সাতক্ষীরায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পলিটেকনিক ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে অবরোধ করে। এরপর বেলা দেড়টা পর্যন্ত কর্মসূচি পালন করে তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা পলিটেকনিক শাখার ব্যানারে কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। সড়কে বসে তারা স্লোগান দিয়ে নিজেদের দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিভিল ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী শেখ ফেরদাউস জামী, তানভীর আহমেদ, আব্দুল্লাহ অর্ক প্রমুখ।
তারা বলেন,  কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল-নকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছে। এর প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছি।
তারা বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল, তাদের পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন। এছাড়া, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা।উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।
শিক্ষার্থীদের দাবির তালিকায় আরও আছে, কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ ও আইনানুগভাবে নিশ্চিত করা। এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন। উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম চালুর মাধ্যমে শতভাগ আসনে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন