রাজনীতি ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিয়ে বিএনপির মুখে চুনকালি দেবে। বিএনপি ভোট দিতে কেন্দ্রে না যেতে জনগণকে আহ্বান করে। কিন্তু বিএনপির কথায় দেশের মানুষ ভোট দেয়া থেকে বিরত থাকবে না।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জিবধারা বাজারের শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি দেশের মানুষের জন্য কোন কাজ করেনি। বিএনপি শেখ হাসিনার সঙ্গে ভোটে আসবে না। দেশে কোন ভোট হতে দেবে না। কিন্তু সংবিধান অনুযায়ী দেশে পাঁচ বছর পরপর ভোট হতে হবে। ভোট না হলে গণতন্ত্র সংবিধান কোনটাই রক্ষা হয় না। জনপ্রতিনিধিদের প্রতি পাঁচ বছর পরপর জনগণের কাছে আসতে হবে ভোটের জন্য। এটা আইন, এটা মানতে হবে।
মন্ত্রী বলেন, ভোট বন্ধ করতে তারা বাসে আগুন দেয়, ট্রেনে আগুন দেয়, মানুষ পুড়িয়ে হত্যা করে। ট্রাকে আগুন দেয়, রেললাইন উপরে ফেলে মানুষ হত্যা করে। বিএনপি-জামায়াত হরতাল অবরোধ অসহযোগ আন্দোলনের নামে নাশকতা করে। জ্বালাও পোড়াও আন্দোলনে বিএনপির কোন ক্ষতি হয় না। ক্ষতি হয় দেশের সাধারণ মানুষের।
বিএনপির উদ্দেশ্যে এম এ মান্নান আরও বলেন, ঘরে চালডাল দিয়ে দেশের মানুষকে হরতাল পালন করতে বলো। বারবার ভোটে আসার কথা বলা হয়েছে। কিন্তু তারা ভোটে আসবে না। ভোটে আসলে তারা কিছু ভোট পেতো। শেখ হাসিনার সরকার সরে গেলে দেশের মানুষের সব ধরনের ভাতা বন্ধ করে দেবে লুটেরাগোষ্ঠী। ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ভোট হবে, উৎসব হবে। এই ভোটে সবাইকে আসতে হবে। তাহলে দেশের সুশাসন উন্নয়ন গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু শেখর সিতু সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।