হোম রাজনীতি ৭ জানুয়ারি সরকার চরমভাবে পরাজিত হয়েছে: মঈন খান

৭ জানুয়ারি সরকার চরমভাবে পরাজিত হয়েছে: মঈন খান

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ

রাজনীতি ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার যদি মনে করে তারা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছে তাহলে তারা ভুল করবে। ৭ জানুয়ারির নির্বাচনে সরকার চরমভাবে পরাজিত হয়েছে। তাদের পায়ের নিচের মাটি সরে গেছে।

রোববার (২১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ৭ তারিখের একতরফা নির্বাচন দেশের মানুষ ও বহির্বিশ্ব প্রত্যাখ্যান করেছে। সরকারের পায়ের নিচের মাটি সড়ে গেছে। মিথ্যাচার দিয়ে দেশের নেতা হওয়া যায় না, দেশও চালানো যায় না।

জিয়াউর রহমান উন্নয়নের সূচনা করেছিলেন দাবি করে তিনি বলেন, ‘৭২ থেকে ৭৫ পর্যন্ত কেউ জিয়াউর রহমানের নাম শোনেননি? খুবই সাধারণ জীবন তিনি কাটিয়েছেন। রাজকীয় খাবার ফিরিয়ে দিয়ে ভাত-ডাল চেয়ে খেয়েছেন। তিনি উৎপাদনের রাজনীতির কথা বলেছিলেন।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আজ সরকার যে উন্নয়নের কথা বলে, সেই উন্নয়নের সূচনা করেছিলেন জিয়াউর রহমান। কৃষিতে বিপ্লব এনেছিলেন তিন। আজ চাল-ডাল-পেঁয়াজের দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে। জিয়াউর রহমানের শাসনামলে তা কখনোই ছিল না। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে তিনি দ্রব্যমূল্য স্বাভাবিক রেখেছিলেন।’

তিনি বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রকে বাকশালে রূপান্তরিত করে, আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে। যে বাংলাদেশে আমরা বসবাস করছি, সেই বাংলাদেশের মানুষ কখনোই জিয়াউর রহমানকে ভুলতে পারবে না।

ড. মঈন বলেন, বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না। বিএনপি ক্ষমতার আন্দোলনে বিশ্বাস করে না, বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন